টেস্টে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুমিনুলের
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন মুমিনুল হক। ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন মুমিনুল।
তিনি বলেন, সর্বশেষ কয়েকটা সিরিজে আমি আসলে টিমে ওভানে কন্টিভিউট করতে পারছিলাম না। আমার কাছে মনে হয় যে এই সময়টাতে টিমকেও ওভাবে মোটিভেড করতে পারছি না। আমার কাছে মনে হয় এই সময়টাকে নতুন কাউকে দায়িত্ব দেওয়াটা ব্যাটার।
অভিমান থেকে এমন সিদ্ধান্ত কি না জানতে চাইলে মুমিনুল বলেন, ‘ ‘আমার কোনো অভিমান বা দুঃখ নেই। নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছি টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার। পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে হবেন সেটা বোর্ডের সিদ্ধান্ত।’
উল্লেখ্য, সবশেষ সাত ইনিংসের একবারের জন্যও দুই অঙ্ক ছুঁতে পারেননি মুমিনুল। শেষ ১৫ ইনিংসে ফিফটি করেছেন মাত্র একবার। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে ১৭ ম্যাচের ৩১ ইনিংসে মাত্র ৩১.৪৪ গড়ে ৯১২ রান করতে পেরেছেন তিনি। অথচ অধিনায়কত্ব পাওয়ার আগে তার ব্যাটিং গড় ছিল প্রায় ৪২ ছুঁইছুঁই।