সুইসাইডাল নোট লিখে চিকিৎসকের আত্মহত্যা
প্রকাশিত: ০২:০২ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
সাভারে স্যামুয়েল ফলিয়া (৩০) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান।
এর আগে বুধবার (০৫ আগস্ট) গভীর রাতে সাভারের দড়িয়ারপুর এলাকার ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ডা. স্যামুয়েল ফলিয়া চাঁদপুর জেলার মিশনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, স্যামুয়েল ফলিয়া ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে কক্ষের দরজা ভেঙ্গে স্যামুয়েলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ।
এছাড়া ডা. স্যামুয়েল ফলিয়ার কক্ষ থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, প্রাথমিকভাবে ধারনা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী গোপালগঞ্জে বসবাস করছেন। ডা. স্যামুয়েল ফলিয়ার মৃত্যুসংবাদ পেয়ে চাঁদপুর থেকে তাঁর পরিবারের সদস্যরা এসেছেন। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।