পরিচালক রামগোপাল ভার্মার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৫ মে ২০২২ বুধবার
প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে পরিচালক রামগোপাল ভার্মার বিরুদ্ধে। হায়দরাবাদের মিয়াপুর থানায় ৫৬ লাখ রুপি প্রতারণার অভিযোগে এ মামলা করেছেন কোপাড়া শেখর রাজু।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান পেনাল কোড ৪০৬, ৪১৭, ৪২০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
২০১৯ সালে রাম গোপাল ও কোপাড়া শেখর রাজুর কমন ফ্রেন্ড রমনা রেড্ডির মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ২০২০ সালে কোপাড়া শেখর রাজুর কাছে তেলুগু ভাষার ‘দিশা’ সিনেমা প্রযোজনার জন্য অর্থ চান রাম গোপাল। এক বছরের পরিচয়ের সুবাদে অর্থ দিতে সম্মতি দেন তিনি।
যদিও পুরো ৫৬ লাখ রুপি একেবারে নেননি পরিচালক রামগোপাল। ২০২০ সালের জানুয়ারির শুরুতে ৮ লাখ রুপি, এরপর ২০ লাখ রুপি নেন। পরবর্তীতে ছয় মাসের মধ্যে এ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন রামগোপাল ভার্মা।
কিন্তু ওই বছরের ফেব্রুয়ারি মাসে আরো ২০ লাখ রুপি নেন। এভাবে মোট ৫৬ লাখ রুপি নেন রামগোপাল ভার্মা। তারপর বছর কেটে গেলেও সেসব অর্থ ফেরত দেননি ‘সরকার’ খ্যাত এই পরিচালক।
পরে কোপাড়া শেখর রাজু জানতে পারেন ‘দিশা’ সিনেমা প্রযোজনা করেননি রামগোপাল। পুরো অর্থটাই মিথ্যা বলে নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি রামগোপাল।