ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেয়ারটেকারের মৃত্যু
জহিরুল হক মিলন, ফেনী
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২২ মে ২০২২ রোববার
প্রতীকি ছবি
ফেনী শহরের আলীমুদ্দিন সড়কের একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।সে বাগের হাট জেলার মেড়লগঞ্জ থানার ফুনহাতা পঞ্জগড় এলকার মৃত লতিফ মুন্সির ছেলে।
শনিবার (২১ মে) রাত এগারোটার দিকে ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের আলিমুদ্দীন রোডের নয়ন টাওয়ারের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নয়ন টাওয়ারের ৬তলা বিল্ডিংয়ের নীচতলায় দারোয়ান একা থাকতো। সেখানে ৪টা সিলিন্ডার মজুদ ছিলো ।সিলিন্ডার গ্যাসের চুলোয় সে রান্না করছিলো। একটিতে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। পাশের রুমে আরও ৬টি সিলিন্ডার পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা যায় লাইনের গ্যাস না থাকায় ঐ বিল্ডিংয়ে গ্যাস সরবরাহের জন্য সিলিন্ডার মজুদ রাখা হয়।
ফায়ার সার্ভিস স্টেশন এর উপ সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দিন অপরাজেয় বাংলাকে জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুটো ইউনিট আগুন নির্বাপনে যোগদান করে।দ্রুত আগুন নেবানো হয়। ততক্ষণে ঘটনাস্থলে আনিসুর রহমান নামে একজন নিহত হয়। সে নয়ন টাওয়ার এর কেয়ারটেকার বলে জানাযায়।পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।