আড়াই বছর পর রামোসের পেনাল্টি মিস, তাও জোড়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ১৫ নভেম্বর ২০২০ রোববার
বর্তমান সময়ে সবচেয়ে ভালো পেনাল্টি নেন এমন খেলোয়াড়ের নাম বলতে বললে দুটি নাম আসবে সবার আগে। স্পেন অধিনায়ক সার্জিও রামোস আর ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ। দীর্ঘদিন ধরেই পেনাল্টি থেকে টানা গোল করে চলেছিলেন দু্জন। তবে কিছুদিন আগেই প্রিমিয়ার লীগের ম্যাচে পেনাল্টি মিস করেন ব্রুনো। টানা ১৪টি সফল পেনাল্টি নেয়ার পর তাকে পরাস্ত করতে পারে কোনো গোলরক্ষক।
এদিকে রামোস যেন ছিলেন একদমই অপ্রতিরোধ্য। ২০১৮ সালের ৯ মে সেভিয়ার বিপক্ষে সর্বশেষ পেনাল্টি মিসের পর আড়াই বছরে কোন পেনাল্টি মিস হয়নি এই ডিফেন্ডারের। কিন্তু গতকাল ইউরোপীয় নেশনস লীগে রামোসকে এক তিক্ততার অভিজ্ঞতা দিলেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমের । এক ম্যাচেই রামোসের জোড়া পেনাল্টি ঠেকিয়ে স্পেনের বিপক্ষে দলকে ড্র উপহার দেন সোমের।
১-১ গোলে ড্র হওয়া ম্যাচে মিডফিল্ডার রেমো ফ্রয়লারের গোলে প্রথমে এগিয়ে যায় সুইসরাই। ম্যাচে ফিরতে মরিয়া স্পেন গোলের জন্য তখন একর পর আক্রমণ করে যাচ্ছে। এর মাঝে ৫৫ মিনিটে কর্নার থেকে আসা বলে রামোস হেড দিলে তা গিয়ে লাগে সুইস লেফটব্যাক রিকার্দো রদ্রিগেজের হাতে। পেনাল্টি পেল স্পেন। গোলরক্ষকের ডান দিকে একটু নিচ করে শটটা মেরেছিলেন রামোস। ডান দিকে দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে সেই শট আটকান সোমের।
ম্যাচে ৮০ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় স্পেন। জুভেন্টাস স্ট্রাইকার আলভারো মোরাতাকে ডি-বক্সের মধ্যে বাজেভাবে ফেলে দেন ডিফেন্ডার নিকো এলভেদি। কোচ এনরিকে রামোসকে ডেকে নিয়ে মোরাতাকে পেনাল্টি নিতে বলেন। কিন্তু রামোস না মেনে নিজেই পেনাল্টি নেন। পানেনকা কিক মারতে চেয়েছিলেন রামোস, তবে ঠিকঠাক পারেননি। একদম শেষ মুহূর্তে রামোসের মনোভাব বুঝতে পেরে দ্বিতীয়বারের মতো পেনাল্টি আটকে দেন সোমের।
তবে শেষ পর্যন্ত রামোসকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচিয়েছেন জেরার্দো মোরেনো। লেফট উইং থেকে টটেনহামের লেফটব্যাক সার্জিও রেগিলনের মাটিঘেঁষা এক ক্রসে পা ঠেকিয়ে ৮৮ মিনিটে দলকে সমতায় ফেরান এই স্ট্রাইকার।