দৌলতদিয়ায় ডুবলো দুই ফেরিঘাট, পারের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার আপডেট: ০৩:০২ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
হঠাৎ বেড়েছে পদ্মা নদীর পানি। শুক্রবার (২০ মে) ভোর থেকে দৌলতদিয়ায় দুটি ঘাট ও পাটুরিয়ায় একটি ঘাটের পন্টুন পানিতে তলিয়ে যায়। তলিয়ে যাওয়া এসব ঘাট দুটি দিয়ে যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৪, ৫ ও ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনের র্যাম্প পানিতে তলিয়ে গেছে। ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন ওঠা-নামা বন্ধ থাকলেও ৭ নম্বর ঘাট দিয়ে স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ৬ নম্বর ঘাটটি।
দৌলতদিয়া ফেরি ঘাট থেকে মহাসড়কের ৫ কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
বিআইডাব্লিউটিএ এর সহকারী প্রকৌশলী শাহ আলম জানান, আমাদের দুই পারের মোট তিনটি ঘাটের পন্টুনে পানি উঠেছে। পাটুরিয়া প্রান্তের ঘাটটি ঠিক করা হচ্ছে। এর পর দৌলতদিয়া প্রান্তের ঘাট দুটি ঠিক করা হবে। একটি মাত্র রেকার মেশিন থাকায় ঘাট সংস্কারে বিলম্ব হচ্ছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া প্রান্তে দুটি ঘাট ও পাটুরিয়া প্রান্তে একটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ঘাট দুটি দ্রুত সংস্কার করে যানবাহন পারাপারের উপযোগী করা হবে। এছাড়াও দীর্ঘদিন যাবত বন্ধ ৬ নম্বর ফেরি ঘাটটি চালু করা হয়েছে। বন্ধ ঘাট দুটি চালু হলে যানবাহনের সিরিয়াল কমে যাবে বলে তিনি জানান।