সৌমিত্রকে নিয়ে ভাগ্যে ভরসা... আরও অবনতি
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
সৌমিত্র চট্টোপাধ্যায়
গেলো প্রায় ৪০ দিন ধরে হাসপাতালে সুস্থতার জন্য লড়ছেন বর্ষীয়ান বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায়। কিন্তু কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না তার শারীরিক অবস্থার। এই একটু উন্নতি হয় তো আবার অবনতি।
তিনদিন আগে সর্ব শেষ তার শ্বাসনালীতে সফল অপারেশন হয়। তারপর তাকে প্লাজমা থেরাপীও দেওয়া হয়। মনে করা হচ্ছিল এবার হয়তো সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। আদতে তা ঘটছে না। সময়ের সঙ্গে সঙ্গে প্রখ্যাত এই অভিনেতার শারীরিক অবস্থার চরম অবনতি হচ্ছে। বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছে, বিষয়টি অনেকটা ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছেন তার চিকিৎসকরা।
অথচ গেলো প্রায় চল্লিশ দিন ধরে সৌমিত্রকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তারা।
সৌমিত্রের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক ডা. অরিন্দম জানান, ‘সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।’ হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।