অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে নারী ফুটবলাররাও প্রাইজমানিসহ পাবেন সমান বেতন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৮ মে ২০২২ বুধবার  

যুক্তরাষ্ট্রে এই প্রথম এদেশের ফুটবলে নারী ও পুরুষ উভয় দলের খেলোয়াড়রা একই বেতন পেতে যাচ্ছেন। বিশ্বকাপসহ অন্য সকল ক্ষেত্রে তাদের প্রাইজমানিও হবে একই অংকের। ইউএস সকার ফেডারেশনের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে এই সমতা এলো। এর আগে বছরের পর বছর ধরে এক্ষেত্রে বৈষম্য চলে আসছিল। মানা হচ্ছিলো না যুক্তরাষ্ট্রে 'সমমজুরি'র সাংবিধানিক বিধান। 

নতুন সংশোধিত বেতন কাঠামোটি এসেছে যৌথ দরকষাকষির একটি চুক্তির আওতায়। যা নারী ও পুরুষ উভয় ফুটবল দলই বুধবার ঘোষণা করলো। নারী ফুটবল দলের উচ্চ পর্যায়ের কয়েকজন খেলোয়াড় ইউএস সকারের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে মামলা দায়ের করার তিন মাসের মাথায় এই সিদ্ধান্ত এলো। 

যুক্তরাষ্ট্র পুরুষ ফুটবল দল কাতার বিশ্বকাপ খেলতে যাওয়ার ছয় মাস আগে আসা এই সিদ্ধান্তকে বেশ গুরুত্বের সাথেই দেখছেন বিশ্লেষকরা। 

কেবল মূল বেতনই নয় এরপর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলতে গেলে এদেশের নারী ও পুরুষ ফুটবল দল উভয়ের সদস্যরাই একই পে-চেক পাবেন। আর ফিফা থেকে যে অর্থ পাওয়া যায় তারও সমান হিস্যা সকলে পাবেন। ২০২২ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ আর ২০২৩ সালের নারীদের ফুটবল বিশ্বকাপ উভয় টুর্নামেন্টে পাওয়া অর্থ উভয় দলের সকল সদস্যের মধ্যে সমান ভাগ করার মধ্য দিয়ে এই সমতার যাত্রা শুরু হবে। 

বিশ্বে একমাত্র যুক্তরাষ্ট্রই এই সমতার বিধান নিশ্চিত করলো। আর সকল দেশেই নারীদের চেয়ে পুরুষ খেলোয়াড়দের বেতন বেশি।