অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টেস্টে ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১০ পিএম, ১৮ মে ২০২২ বুধবার  

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে এই কীর্তি গড়তে ৬৮ রান দরকার ছিল মিস্টার ডিপেন্ডেবলের। দলীয় ১২৩তম ওভারে আসিথা ফার্নান্দোর দ্বিতীয় বলে উইকেটের পেছনে দুই রান নিয়ে (৬৭ থেকে ৬৯) রেকর্ডটি গড়েন মুশফিক। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সাড়ে তিনশ রান পার করে।

মুশফিকের আগেই অবশ্য ৫ হাজার রানের রেকর্ডে পৌঁছাতে পারতেন তামিম ইকবাল। এই টেস্টেই সেঞ্চুরি পাওয়া দেশ সেরা ওপেনারের পেশির টান পড়ায় তিনি মাঠ থেকে উঠে যান। তামিমের বর্তমান রান ৪৯৮১।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৬১ রান করেছে বাংলাদেশ। মুশফিক ৭০ ও লিটন দাস ৭৯ রানে অপরাজিত আছেন।

বুধবার (১৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে এদিনের খেলা আধা ঘণ্টা পর শুরু হয়। যেখানে তৃতীয় দিন বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৩১৮ রানে মাঠ ছাড়ে। মুশফিক ৫৩ ও লিটন ৫৪ রানে অপরাজিত ছিলেন।

এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল।