অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৫ মাস পর খেলতে নেমেই ক্যারিয়ার সেরা বোলিং নাইমের 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৬ মে ২০২২ সোমবার  

১৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই  চমক দেখালেন অফ স্পিনার নাইম হাসান। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং।

সফরকারী শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের  প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ১০৫ রানে ৬ উইকেট নিয়েছেন নাইম।  এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। সবচেয়ে গুরুত্বপুর্ন  বিষয় ছিল  লংকান এ্যাঞ্জেলো  ম্যাথুজকে  ১৯৯ রানে আউট করেন তিনি।

ক্যারিয়ার সেরা বোলিং করতে গিয়ে ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নেন নাইম। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথম দিন ১৬ ওভারে ৭১ রানে ২ উইকেট নেন নাইম। তার শিকার হয়েছিলেন শ্রীলংকার দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুনারত্নে। 

আজ, দ্বিতীয় দিন প্রথম সেশনে দিনেশ চান্ডিমাল ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে নিজের শিকার বানান নাইম। 

শ্রীলংকার শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ উইকেট পূর্ণ করেন নাইম। এর আগে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 

২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামের এই ভেন্যুতেই অভিষেক ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৫ উইকেট নিয়েছিলেন নাইম। 

আজ পাঁচ উইকেট শিকারের পর শ্রীলংকার ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ম্যাথুজকে আউট করেন নাইম। ইনিংসে এটি ছিলো নাইমের ষষ্ঠ উইকেট। ফলে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং রচিত করেন ২২ বছর বয়সী নাইম। 

গত বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নাইম। ঐ টেস্টের দুই ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন নাইম। 
এই ইনিংসসহ ৮ ম্যাচের ১৩ ইনিংসে ৩১ উইকেট শিকার করেছেন নাইম।