অনিন্দ্য সুন্দর অর্কিড ফুল
লেখা ও ছবি: কমল দাশ
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৫ মে ২০২২ রোববার আপডেট: ০১:৩৬ পিএম, ১৫ মে ২০২২ রোববার
সুউচ্চ বিশাল শিরিষ গাছে ঝুলে আছে বাহারি অর্কিড ফুল।
গ্রীষ্মের মাঝামাঝি থেকে বর্ষা অবধি এ বাহারি অর্কিডগুলোর দেখা মেলে।অর্কিড আকর্ষণীয়, রঙিন ও সুগন্ধি ফুলের জন্য বিখ্যাত।
বিশেষত পুরনো গাছগুলোই এদের প্রধান আশ্রয়। আর বৃক্ষ হন্তারকদের প্রধান টার্গেট পুরনো গাছগুলোই। আমাদের প্রাকৃতিক বনভূমিগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যাওয়ায় এ ধরনের অর্কিড এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।
প্রকৃতির নিয়মে ফোঁটা অযত্নে বনে জঙ্গলে এটিই আমাদের সবচেয়ে সুন্দর অর্কিড। সাদা আর গোলাপি রঙের এই ফুলের পাশে গাঢ় লম্বা সবুজ পাতাগুলো ঝুলে থাকে বলে ফুলের সৌন্দর্য আরও বাড়ে।
জঙ্গলি ফুল হলেও এসব ফুলের সৌন্দর্য এদেরকে নিয়ে এসেছে জঙ্গল থেকে আমাদের বাগানে কিংবা টেবিলের ফুলদানীতে। এটি বিশ্বে অন্যতম প্রধান বাণিজ্যিকভাবে চাষকৃত ফুল।
ছবিগুলো চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে তোলা।