করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা বিশ্বব্যাংক ও সিডিসি`র
নিউইয়র্ক করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৫ মে ২০২২ রোববার
করোনা মোকাবেলা এবং এর ভ্যাক্সিন দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে বিশ্বব্যাংক ও সিডিসি। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে নিউইয়র্কে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের সাথে সৌজন্য সাক্ষাত শেষে, স্থানীয় গণমাধ্যমকে একথা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডা. মাসুদুল হাসান।
স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ প্রসঙ্গে তিনি জানান, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগৃহীত প্রায় ৩শ’ ৫০ মিলিয়ন ডলারের করোনা’র ভ্যাক্সিনের মূল্য বাংলাদেশকে রিইম্ব্রাসমেন্ট (প্রতিদান) করার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। এছাড়াও বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে আইসিডিডিআর,বি’র মতো একই রকম প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের সিডিসি বলে জানান ডা. মাসুদ।
এদিকে দেশের মেডিক্যাল কলেজ, প্যাথলজিক্যাল ল্যাব এবং ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উন্নয়নে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণ প্রদান করার কথা বিবেচনা করছে বিশ্বব্যাংক।