রবিবার থেকে শুরু অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার আপডেট: ০৩:১৮ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক [ছবি: সংগৃহিত]
১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা বিষয়ভিত্তিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে (জুমঅ্যাপস) এবং ব্যবহরিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাসের জন্য এতোদিন স্থগিত ছিল পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। করোনার কারণে এবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা/মূল্যায়নের নির্দেশনা দেয়া রয়েছে। বাতিল করা হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।