দৌলতদিয়া ফেরিঘাটে ৯ কিলোমিটার যানজট
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী
প্রকাশিত: ১১:৪১ এএম, ৭ মে ২০২২ শনিবার
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। যার ফলে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে।
শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে প্রায় ৯ কিলোমমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মাহেন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন যান রয়েছে সিরিয়ালে।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। এদিকে দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থেকে তীব্র গরম, খাবারসহ নানা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিশু, নারী ও বৃদ্ধরা।
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ২১টি ফেরি চলাচল করছে। ১১টি রো রো (বড়) ফেরি, ৮টি ইউটিলিটি (ছোট) ফেরি, দুটি টানা (ডাম্প) ফেরিসহ মোট ২১টি ফেরি চলাচল করছে। পাশাপাশি ২২টি লঞ্চ চলাচল করছে বলে জানায়, দৌলতদিয়া প্রান্তের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।