মোটে ১০ জুটি, স্টক সীমিত!
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার আপডেট: ১০:৪০ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
ব্যবসার কাজে যখন একটা প্রাইভেট জেট কেনা জরুরি হয়ে পড়বে তখন সেটা তো কিনবেনই সাথে আর মোটে ২ লাখ ৩ হাজার ৫০০ ডলার খরচ করে একটা পোরশে ৯১১ টারবো এস কিনতেও ভুলবেন না যেনো। ভুলবেনই কেনো? এটা কিনলে একদম রঙে মিলে যাবে আপনার গাড়ি ও উড়োজাহাজ দুটোই। যেমন স্লিম- তেমনই তার ঝা-চকচকে বিলাসী বাহার।
টাকার পাশাপাশি রুচিরও একটা মিল থাকা চাই। সেকথা আজকাল খুব দেখা হচ্ছে। আর ধনকুবেরদের রুচি তৈরিতে ব্রাজিলীয় এক্সিকিউটিভ জেট নির্মাতা এমব্রায়ার ও জার্মান অটোমেকার পোরশে কর্পোরেশন মিলে এই মিল খুঁজে নিয়েছে। ফলে একযোগে তারা বানাচ্ছে এমব্রায়ার ফেনোম ৩০০ই বিজনেস জেট ও কাস্টোমাইজড পোরশে ৯১১ টারবো এস।
দুই নির্মাতা কোম্পানিই তাদের সেরাটা ঢেলে দিয়েছে এই নির্মাণে। প্ল্যাটিনাম সিলভার মেটালিক (গ্লোস) ও ম্যাট এমন টু-টোন পেইন্টওয়ার্ক করা হয়েছে দুটি প্রোডাক্টেই। আর রঙ বসানো হয়েছে হাতে। বানানো হয়েছে মোটে ১০টি জুটি। সুতরাং স্টক সীমিত।