অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়ানডে র‌্যাংকিং: শীর্ষে নিউজিল্যান্ড, সপ্তম স্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:০৮ পিএম, ৪ মে ২০২২ বুধবার  

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র ১ পয়েন্টের ব্যবধান নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। নিউজিল্যান্ডের রেটিং ১২৫, ইংল্যান্ডের ১২৪।

১০৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (১০৭), ভারত (১০৫), পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)।
৯৫ রেটিং নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম থেকে দশম পর্যন্ত আছে যথাক্রমে- শ্রীলংকা (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৭৩) ও আফগানিস্তান (৬৬)।

বার্ষিক হালনাগাদে আজ সর্বশেষ টেস্ট র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। ২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়।