কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৪২ এএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
কুষ্টিয়ার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২ মে) ইফতারের আগ মুহূর্তে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আস্থানগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে লাল্লু (৪০), মৃত হাসেম আলীর ছেলে কাশেম (৫০), মৃত আবুল আলীর ছেলে রহিম (৫৫) এবং আজিজের ছেলে মতিয়ার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দেশীয় অস্ত্র নিয়ে ঝাউদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কেরামত ও বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান গ্রুপের সমর্থক ফজলু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম বলেন, চার জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে কেরামত ও ফজলু গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে।