অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যা করা দরকার, তাই করতে চান গার্দিওয়ালা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২ মে ২০২২ সোমবার   আপডেট: ০৫:০৯ পিএম, ২ মে ২০২২ সোমবার

সহজ সমীকরণ, ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের বাকী চার ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত ম্যানচেষ্টার সিটির। এই সমীকরণের শর্তে কোন ‘কিন্তু’ রাখতে চান না ম্যান সিটির কোচ পেপ গার্দিওয়াল। 

লিগের শেষ চার ম্যাচ জিতে শিরোপার স্বাদ পেতে মরিয়া  গার্দিওয়ালা। তিনি বলেন, ‘শিরোপার ভাগ্য পুরোপুরিভাবে আমাদের হাতে। উলভস, নিউক্যাসল, ওয়েস্ট হ্যাম এবং অ্যাস্টন ভিলার বিপক্ষে পরের চার ম্যাচের জিতলেই আমরা চ্যাম্পিয়ন হব। আর পয়েন্ট হারালে চ্যাম্পিয়ন হবে লিভারপুল।

তিনি আরও বলেন, ‘এটা খুব জটিল কিছু নয়। আমরা জানি, আমাদের কি করতে হবে- নিজেদের ম্যাচগুলো জিততে হবে।’

এই ৩৪ ম্যাচে ২৬ জয়, ৩ হার ও ৫ ড্রতে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যান সিটি। ৩৪ ম্যাচে ২৫ জয়, ২ হার ও ৭ ড্রতে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুল। শিরোপা জয়ের পথে টিকে আছে ম্যান সিটি ও লিভারপুল। 

৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে চেলসি।