এবার পদ্মায় বিদ্যুত পিলারে ফেরির ধাক্কা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারিপুর
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২ মে ২০২২ সোমবার
পদ্মা সেতু নয় ঈদ যাত্রায় এবার বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার রাত আড়াইটার দিকে পদ্মা সেতুর নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ফরিদপুর নামের ফেরিটির ধাক্কা লাগে। এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকার একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে যায়। তখন আতঙ্ক ছড়িয়ে পরে অন্য যাত্রীদের মাঝে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ জানান, ফেরিটি ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে গেছে। ফেরিটি নিরাপদে আছে।
তবে ফেরিটির ক্ষয়-ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।