৭৭ এ কবি মহাদেব সাহা
প্রকাশিত: ০৯:২২ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতার সেরা কবিদের একজন তিনি। রোমান্টিক গীতিকবিতার জন্য বিখ্যাত এই কবি তার শক্তিশালী কাব্যভাষা দিয়ে সব ধরণের পাঠকের মন জয় করেছেন। তিনি আর কেউ নন, মহাদেব সাহা। বাংলা ভাষার এই ব্যতিক্রমী কবির আজ (৫ আগস্ট) জন্মদিন। কবি পা দিলেন ৭৭ এ।
নেশায় কবি মহাদেব সাহা পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। ১৯৬৯ সালে তৎকালীন দৈনিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু। আর পেশাগত জীবন শেষ করেছেন দৈনিক ইত্তেফাক দিয়ে।
বেশ কয়েক বছর ধরে কানাডা প্রবাসী এই কবির গ্রন্থ সংখ্যা ৯৩টি। কিছু শিশুসাহিত্য বাদ দিলে অধিকাংশই কবিতা। এরমধ্যে এই গৃহ এই সন্ন্যাস, চাই বিষ অমরতা, সুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া , আকাশের আদ্যোপান্ত , অর্ধেক ডুবেছি প্রেমে, অর্ধেক বিরহে, দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই, অপরূপ অশ্র“জল , ভালোবাসা, প্রিয় ঝরাপাতা, কেন মোহে, কেনবা বিরহে, শূন্যতা আমার সঙ্গী উলেখযোগ্য।
লেখালেখির জন্য অসংখ্য পুরস্কার আর সম্মাননা পেয়েছেন মহাদেব সাহা। তারমধ্যে আছে বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কার।
৭৭ এ পা দিলেও এখনো সচল কবির কলম। আমরা চাই কবি লিখে যাবেন শেষ দিন পর্যন্ত।