বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ৯৭ শিক্ষক
ক্যাম্পাস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার আপডেট: ০৭:২১ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯৭ জন শিক্ষক।
সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এ স্থান পেয়েছেন তারা।
জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে রাবির ৯৭ জন।
তালিকায় রাবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ২০তম স্থানে রয়েছেন অধ্যাপক এম আলী আকবর, দ্বিতীয় স্থানে রয়েছেন মো. ইয়ামিন হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আশিক মোসাদ্দিক।
উল্লেখ্য, গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশ করা হয়েছে।