ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৯.৭৭ শতাংশ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার আপডেট: ০৩:০৮ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার
ফাইল ছবি
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী।
রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছে, যা ৫৯ দশমিক ৭৭ শতাংশ। এদের মধ্যে সরকারি ডেন্টালে ২৮৮ জন মেয়ে ও ২৫৭ জন ছেলে ভর্তির সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী।
এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন।