অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আসাদ আলম সিয়াম- এর কবিতা

আসাদ আলম সিয়াম

প্রকাশিত: ১০:২৫ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার   আপডেট: ১০:২৫ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার


নির্বাণ

ক্রুশবিদ্ধ যিশুর মতো
তোমার দৃষ্টি তখন বরফ শান্ত,
যেনো খানিক পরেই পৌঁছাবে ঈশ্বর সান্নিধ্যে

অথচ তখনো হচ্ছিলো ক্ষরণ অন্য কোথাও,
বিন্দু বিন্দু রক্তকণায় ভেসে উঠছিলো গোলাপের দল -
যে আভার কথা ভাবছিলে,
সে আলো নয়, অগ্নুৎপাত;
যে উষ্ণতা চাচ্ছিলে,
সেও উত্তাপ ভীষণ, বিস্ফোরণের।

আমাদের ফিরে যাবার সকল পথই তখন রুদ্ধ,
ফিরবার পথ ভাঙতে ভাঙতে আমরা পৌঁছেছি আর্কেডিয়ায় –
কবিতা থেকে পালিয়েছে পংক্তি সব,
পংক্তি থেকে শব্দ,
আর শব্দ থেকে অক্ষররা দল বেধে ফিরে গিয়েছে ছাপাখানায়!

তোমার দৃষ্টিতেও হয়তো ঝলসে উঠেছিলো হ্যামলেটের ছুরি।