ফের হাসপাতালে পেলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। সাও পাওলোর এক হাসপাতালে কোলন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে হাসপাতাল বলেছে, পেলের স্বাস্থ্যের অবস্থা ভাল এবং স্থিতিশীল। তাঁকে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত পেলেই ইতিহাসের একমাত্র খেলোয়াড়, যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন (১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০)। কোলন ক্যান্সারের চিকিৎসার জন্য ৮১ বছরবয়সি পেলেকে অবশ্যই মাসে অন্তত একবার চেক-আপের জন্য হাসপাতালে যেতে হয়।
২০১৪ সালেও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে। মূত্রনালীর সংক্রমণের কারণে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। সেই সময় তাঁর বাম কিডনিতে ডায়ালাইসিস করতে হয়। এছাড়াও ২০১৯ সালে তাঁর কিডনিতে পাথর ধরা পড়েছিল। সেই পাথর অপসারণের জন্য সাও পাওলোর হাসপাতালে তিনি ভর্তি ছিলেন কয়েকদিন।