কোচ বরখাস্ত করলো কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার
এবারের কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পার করতে না পারায় জাতীয় দলের কোচ রেইনাল্ডো রুয়েডাকে বরখাস্ত করেছে কলম্বিয়া। তিন সপ্তাহ আগে কলম্বিয়ার কাতার বিশ্বকাপে না খেলার বিষয়টি নিশ্চিত হয়।
৬৫ বছর বয়সী রুয়েডা গত বছর জানুয়ারিতে কার্লোস কুইরোজের স্থলাভিষিক্ত হয়েছিল। তার আগে এক বছর তিনি চিলি জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার অধীনে ২২ ম্যাচে কলম্বিয়ার মাত্র সাতটিকে জয়লাভ করে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে কলম্বিয়া ১০ দলের মধ্যে ষষ্ঠ স্থান লাভ করে।
অথচ কলম্বিয়ার এবারের দলটিতে হামেস রদ্রিগুয়েজ, লুইস ডিয়াজ, হুয়ান কুয়াড্রাডোর মত তারকারা ছিলেন। গত নয়টি ম্যাচে তারা প্রতিপক্ষের জালে মাত্র চারটি গোল দিতে পেরেছে।
দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে চারটি দল সরাসরি কাতারের টিকিট নিশ্চিত করেছে। পঞ্চম স্থানে থাকা পেরু প্লে-অফে সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি দ্রুতই এ ব্যপারে আলোচনায় বসে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে।’