বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিক উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার আপডেট: ০৬:১৬ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
বঙ্গোপসাগরের ভাষানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া কয়লা বোঝাই জাহাজের ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর মিডিয়া বিভাগের কর্মকর্তা আব্দুল মোমিন।
তিনি জানায়, নোয়াখালী এবং হাতিয়ার মাঝামাঝি এলাকায় ভাষানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘সজল তন্ময় ২’ ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ উদ্ধার অভিযানে যায়। তবে নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগে আশপাশে থাকা কয়েকটি বেসরকারি জাহাজ নাবিকদের উদ্ধার করে। তবে জাহাজটি কী কারণে ডুবেছে, সেটি কেউ জানতে পারেনি।