অতিথি পাখিতে মুখরিত আড়িয়ল বিল
কাজী দিপু, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার আপডেট: ০২:১৫ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
শীত মৌসুম আসার আগেই মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে এসেছে নানা প্রজাতির হাজার হাজার অতিথি পাখি। আড়িয়ল বিলের খুব কাছেই শ্রীনগর সরকারি কলেজর সবুজ অরণ্যে বাসা বেঁধেছে পানকৌড়িসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখিরা। কিচিরকিচির কলতানে চারপাশের পরিবেশে মুখর করে রেখেছে এসব অতিথি পাখিরা।
পানকৌড়ি মূলত জলের পাখি। বেশীর ভাগ সময় তাদের বিচরন হাওর, বিল, খাল ও পুকুরে। খুব নিরীহ প্রজাতির পানকৌড়ি দেখতে কিছুটা কাকের মতো কালচে বর্নের। তাই এ অঞ্চলের মানুষের কাছে পাখিটি ‘পানি কাউ’ নামেও পরিচিত।
শ্রীনগর কলেজের প্রভাষক মাজাহারুল ইসলাম জানান, পানকৌড়ি আসতে শুরু করায় অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের কলেজসহ আশপাশের এলাকায়। তবে কেউ কেউ এসব অতিথি পাখিদের শিকারে তৎপর। তাদের নিয়ে পশুপাখি রক্ষনাবেক্ষন সম্পর্কে কাউন্সিলিং করাচ্ছেন তারা। গ্রামবাসীর মধ্যে ধীরে ধীরে কিছুটা সচতেনতা তৈরী হচ্ছে বলেও জানান তিনি।