অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টেস্টে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার  

গেবেখা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। ফলে চতুর্থ দিন সকালেই ৩৩২ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো মুমিনুল হকের দল। দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

এর আগে সফরকারীরা ডারবান টেস্টে হেরেছিল ২২০ রানে। দুই টেস্টেই বড় হারে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে দক্ষিণ আফ্রিকা। সব মিলে তাদের লিড দাঁড়ায় ৪১২ রানে।

এ রান তাড়া করতে নেমে একই দিনে তিন উইকেট হারায় বাংলাদেশ। গেল ইনিংসে ব্যর্থ হওয়া জয় এ ইনিংসেও ফেরেন শূন্য করে। নাজমুল হোসেন শান্ত ফেরেন ৭ রানে। তামিম ইকবাল ফেরেন ১৩ রানে।

দ্বিতীয় ইনিংসে নেমে তিন উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। মোট ৩৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের লড়াইয়ে নামে মুমিনুল হকের দল।

স্বাভাবিকভাবে এ রান তোলা খুব কঠিন। তা ছাড়া অন্ততপক্ষে ম্যাচ বাঁচাতে হলেও আরও দুই দিন টিকে থাকতে হতো বাংলাদেশকে। জয় কিংবা ম্যাচ বাঁচানো দুটিই ছিল বাংলাদেশের জন্য চরম কঠিন পরীক্ষা। তবে দ্রুত উইকেট হারিয়ে হারই দেখতে হল তামিম, মুশফিক, মুমিনুলদের।

সংক্ষিপ্ত স্কোর 

টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)

মহারাজ ৮৪, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪

তাইজুল ১৩৫/৬, খালেদ ১০০/৩, মিরাজ ৮৫/১

বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)

মুশফিক ৫১, ইয়াসির ৪৬, তামিম ৪৭, শান্ত ৩৩

মুল্ডার ২৫/৩, হার্মার ৩৯/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১৭৬/৬ ডিক্লেয়ার (৩৯.৫ ওভার)

আরউই ৪১, ভেরেইন্নে ৩৯*, বাভুমা ৩০

তাইজুল ৬৭/৩, মিরাজ ৩৪/২, খালেদ ৩৮/১

বাংলাদেশ ২য় ইনিংস : ৮০/১০ (- ওভার)

লিটন ২৭, মিরাজ ২০, তামিম ১৩

মহারাজ ৪০/৭, হার্মার ৩৪/৩

ফল : দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে জয়ী

সিরিজ : দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী।