অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসির পিএসজি সংযোগ ‘ভুয়া’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২৩ এএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ১০:৩৬ এএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

লিওনেল মেসির ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) যাওয়ার বিষয়টিকে ভুয়া বলেছেন তার বাবা জর্জ মেসি৷ 

গত মৌসুম শেষে বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ কে ক্লাব ছাড়ার বিষয়ে ফ্যাক্স পাঠালে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি চাউর হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। 

৭০০ মিলিয়ন রিলিজ ক্লজের ঝামেলা পরে আর তা হয়নি। শেষ পর্যন্ত সব গুজবের অবসান করে মেসি বার্সাতেই থেকে যান। কিন্তু হঠাৎ করে গতকাল  আবরও গণমাধ্যমগুলো ব্যস্ত ছিলো মেসির ক্লাব ছাড়ার খবরে। 

ইএসপিএনের এক প্রতিবেদনে দাবি করা হয় আগামী মৌসুমে পিএসজিতে যোগ দিতে মেসি তার বাবাকে ফরসি ক্লাবটিতে পাঠিয়েছেন কথা-বার্তা পাকা করতে। 

কিন্তু বিষয়টিকে অস্বীকার করে মেসির বাবা একটি টুইট করেন৷ সেখানে এই রিপোর্টটি পোস্ট করে হ্যাশট্যাগ ফেক নিউজ লিখেন তিনি। এছাড়াও ইএসপিএনকে ‘গল্প’ বানানো বন্ধ করতেও বলেন জর্জ মেসি৷ 

উল্লেখ্য, আগামী মৌসুমে বার্সেলোনার সাথে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। তাই চাইলে জানুয়ারিতেই যে কোন ক্লাবের সাথে কথা বলে রাখতে পারবেন তিনি৷