অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেডিকেল কলেজে চান্স পাওয়া সুমির পাশে অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফেনী

প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১০ এপ্রিল ২০২২ রোববার   আপডেট: ০৮:৩২ পিএম, ১০ এপ্রিল ২০২২ রোববার

ছবি: অপরাজেয় বাংলা

ছবি: অপরাজেয় বাংলা

মেডিকেল কলেজে চান্স পেলেও পড়তে পারা নিয়ে শঙ্কায় রয়েছেন দরিদ্র পান বিক্রেতার মেয়ে সুমি রায়। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামের পরিমল রায় ও শিখা রানী রায়ের একমাত্র মেয়ে।

মেডিকেল কলেজের সদ্য প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এ নিয়ে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।ফল প্রকাশের পর থেকেই আশপাশের লোকজন সুমিকে দেখতে আসছেন, দোয়া/ আশীর্বাদ করছেন। জানা গেছে সুমির বাবা সিলোনীয়া বাজারে টুকরিতে পান বিক্রি করে সংসার চালান, মা গৃহিণী। পরিবারের পক্ষ থেকে পড়াশোনা চালানো সম্ভব নয় বলে সহযোগিতা চায় তার পরিবার। রবিবার দুপুরে 

ফেনী বিএমএর সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসারের সাথে সাক্ষাৎ করতে আসেন সুমি সহ তার পিতা-মাতা। এসময় ডাঃ কাওসার তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা অনুদান দেন এবং মেডিকেলে

ভর্তি সহ সকল সহযোগিতার আশ্বাস দেন। যে কোন ভাবে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য জন্য অনুরোধ করেন। 

শনিবার সুমি রায় বাড়িতে গিয়ে ফুলেল শুভেচছা জানান ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল, এসময় তার পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দেন। তিনি সব রকমের সহযোগিতার করবেন বলে জানান।