অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা

প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার   আপডেট: ০৬:০১ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার

করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় আট মাস ধরে। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত আসছে দুই একদিনের মধ্যেই। যদিও শেষ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন,  আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, সরকার পরিস্থতি পর্যালোচনা করছে। স্বাভাবিকভাবেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে উদগ্রীব শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক ও সংশ্লিষ্টরা। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের। তিনি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।’

কোভিড-১৯ মহামারির কারণে ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে গত ১৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য-নিরাপত্তা বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর দফায় দফায় ২৫ এপ্রিল, ৫ মে, ৩০ মে, ৬ আগস্ট, ৩১ আগস্ট, ৩ অক্টোবর ও ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ এই ছুটির মেয়াদ বেড়েছে নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত। বাতিল হয়েছে বিভিন্ন পরীক্ষা। তবে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন,টিভি ও বেতারে ক্লাস চালিয়ে আসছে সরকার।

বাতিল হয়েছে যেসব পরীক্ষা
পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা।
এইচএসসি ও সমমানের পরীক্ষা।  
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা।

করোনাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা নিচ্ছে না। এক্ষেত্রে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বিকল্প পদ্ধতিতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল মূল্যায়ন কাজ শুরু হয়েছে।