অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দিল্লির দ্বিতীয় ম্যাচ আজ, থাকতে পারেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার   আপডেট: ০৪:২৯ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (২ এপ্রিল) মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।

ম্যাচটি দিল্লির হয়ে প্রথমবারের মতোে একাদশে থাকতে পারেন বাংলাদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমান।

দিল্লির বিদেশি খেলোয়াড়রা হলেন- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, টিম সেইফার্ট, রোভম্যান পাওয়েল, আনরিখ নর্টজে, মুস্তাফিজুর রহমান ও লুঙ্গি এনগিদি। এর মধ্যে এখনো দলের সঙ্গে যোগ দেননি ওয়ার্নার ও মার্শ। বাকিদের মধ্যে আগের ম্যাচে খেলেছেন কেবল দুই জন (টিম সেইফার্ট ও রোভম্যান পাওয়েল)। এই দুইজন আজও খেলবেন।

বাকি তিন জনই বোলার। এর মধ্যে কেবল মুস্তাফিজ বাঁহাতি। ফলে বোলিং বৈচিত্রের কারণে নর্টজের সঙ্গে মুস্তাফিজেরও একাদশে থাকার সম্ভাবনা বেশি। তাহলে একাদশটা এমন হবে, ওপেনিংয়ে পৃথ্বী শ ও টিম সেইফার্ট। তিনে মানদ্বীপ সিং। অবশ্য তিনি গত ম্যাচে খারাপ করেছেন। তবু এই ম্যাচে তাকে রাখার সম্ভাবনা বেশি। চারে রিশাভ পান্ট, পাঁচে রোভম্যান পাওয়েল, ছয়ে অক্ষর প্যাটেল, সাতে শার্দূল ঠাকুর, আটে ললিত যাদব এবং পরের তিনটি অবস্থান যথাক্রমে নর্টজে, কুলদীপ ও মুস্তাফিজ।