অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউইয়র্কে দুইদিনের সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৯ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ০১:২১ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার

উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে দু'দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। জ্যাকসন হাইটসের নবান্ন হল রুমে বুধবার (৩০ মার্চ) রাতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাগরিকা। ৩১ মার্চ সন্ধ্যায় প্রদর্শিত হবে পথে হলো দেরি ও সাড়ে চুয়াত্তর। 

প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসব উদ্বোধনে মৌসুমীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, অভিনেত্রী রেখা আহমেদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং ফজলুর রহমান। উৎসব সফল করতে সার্বিক সহযোগীতা করছে শাহ্ গ্রুপ।

উৎসবের উদ্বোধন বাংলাদেশের তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী মৌসুমী বলেন, সুচিত্রা সেন অভিনীত সিনেমা গুলো অসংখ্য বার দেখেছি। শিখেছি। পৃথিবীর যে প্রান্তেই আমরা যাই আমাদের বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। 

স্বাধীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-র কর্ণধার গোপাল সান্যাল। তিনি বলেন, আমরা নিউইয়র্ক থেকে আন্দোলন করে পাবনায় তার বসত ভিটা উদ্ধারে ভূমিকা রাখতে পেরেছি। আমরা দেশের কৃতিমান মানুষদের নিয়ে এমন আয়োজন আরো করবো। 

অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যাপিকা হোসনে আরা,ডালাস থেকে আগত ডক্টর বিশ্বজিৎ রায়, বাংলাদেশ ক্লাব ইউএসএ'র সভাপতি নুরুল আমিন বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, প্রজন্ম ৭১ এর আহবায়ক শিবলী সাদিক। 

কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭-এ দেশভাগের পর তাদের পরিবারের সবাই ভারতে চলে যান।