অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘আরআরআর’ নির্মাতার ওপর চটেছেন আলিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার   আপডেট: ০৬:১৭ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার

‘বাহুবলি’ খ্যাত এস এস রাজমৌলির সদ্য মুক্তিপ্রাপ্ত সুপার- ডুপার হিট ছবি ‘ট্রিপল আর’ ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে এটি। মুক্তির তিন দিনের মধ্যে ৫০০ কোটি রুপি আয় করে তাক লাগিয়ে দিয়েছে সিনেমাটি।

তবে এই সিনেমার পরিচালক এস এস রাজামৌলির ওপর চটেছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। বক্স অফিস কাঁপানো এই সিনেমায় তিনি রাজুর হবু স্ত্রীর চরিত্রে রূপদান করেছেন।

জানা যায়, 'আরআরআর' মুক্তির পর থেকেই মন ভালো নেই আলিয়ার। বলিউড সিনেমায় তিনি প্রথম সারিতে জায়গা করে নিলেও দক্ষিণী সিনেমার পর্দায় নায়িকার উপস্থিতি ছিল খুবই কম। আর এতেই ক্ষেপেছেন মহেশকন্যা।

এর আগে দুই নায়ক রাম চরণ ও জুনিয়র এনটিআরের কাঁধে কাঁধ মিলিয়ে সিনেমার প্রচারণায় নেমেছিলেন আলিয়া। কিন্তু সেই ছবিতেই তাকে অবহেলা করেছেন পরিচালক, পরিচিতমহলে এমনই অভিযোগ করেছেন নায়িকা।

সেই জেরে পরিচালক এস এস রাজামৌলিকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া থেকে 'আরআরআর'-এর প্রচারণার সব ছবি মুছে ফেলেছেন।

প্রসঙ্গত, তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীম নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘আরআরআর’ সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগন। এছাড়া রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও পর্দায় দেখা মিলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস