অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়ানডে র‍্যাংকিংয়ের ছয় নম্বরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:১৫ এএম, ৩০ মার্চ ২০২২ বুধবার  

ফাইল ছবি

ফাইল ছবি

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ উত্থান ঘটল বাংলাদেশের। সপ্তম স্থান থেকে এক ধাপ এগিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে টাইগাররা।

লাহোরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এতে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের এক ধাপ নিচে নেমে গেলো তারা। অন্যদিকে, পাকিস্তানের পরাজয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে ছয় নম্বর অবস্থানে টাইগাররা।

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। এতে ৯৩.০৬ রেটিং নিয়ে ছয় নম্বর অবস্থান করছে বাংলাদেশ। আর ৯২.৫০ রেটিং নিয়ে সাত নম্বরে নেমে গেছে পাকিস্তান।

এই তালিকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং সর্বোচ্চ ১২১। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং ১১৯। ১১৭ রেটিং নিয়ে তিনে অবস্থান করছে অস্ট্রেলিয়া। শীর্ষ দশে থাকা পরের অবস্থানগুলো যথাক্রমে- ভারত (১১০), দক্ষিণ আফ্রিকা (১০২), বাংলাদেশ (৯৩.০৬), পাকিস্তান (৯২.৫০), শ্রীলঙ্কা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) ও আফগানিস্তান (৬৮)।