অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছেলের সঙ্গে পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ে দেওয়া শিক্ষিকা বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার  

স্কুলের ৫ম শ্রেণির ছাত্রীকে নিজের ১০ম শ্রেণিতে পড়ুয়া ছেলের সাথে বিয়ে দেওয়ার অভিযোগে অবশেষে বরখাস্ত করা হয়েছে স্কুল শিক্ষিকা মোছা. শামসুন নাহারকে। 

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়। 

প্রসঙ্গত, গত ২০ মার্চ সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের বিলপাড়ার অসোক আলীর মেয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া শারমিন খাতুনের সঙ্গে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন নাহারের ছেলে আব্দুর রহমানের বিয়ে হয়। খোদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন নাহার দাঁড়িয়ে থেকে নিজের ছেলের বিয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। কয়েকদিন গোপন থাকলেও রবিবার বর শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে বিষয়টি জানাজানি হয়। ছেলের বাল্যবিয়ের বিষয়টি স্বীকারও করেন ওই শিক্ষিকা। এ নিয়ে জেলা জুড়ে শুরু হয় নানা সমালোচনা।