অনলাইন পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করবে নটর ডেম কলেজ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০২:২৮ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার
দেশের শীর্ষ কলেজগুলোর একটি নটর ডেম কলেজ এবার অনলাইনে ভার্চুয়াল লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে। আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে কলেজেটির ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন গ্রহণ করা হবে ১৬ আগস্ট পর্যন্ত। এবার শিক্ষার্থীদের ক্যাম্পাসে এনে কোনও মৌখিক পরীক্ষা নেওয়া হবেনা।
সোমবার (৩ আগস্ট) ভর্তির বিস্তারিত তথ্যসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটর ডেম কলেজ।
৯ আগস্ট থেকে নির্ধারিত ওয়েবসাইটে (http://www.mcampus-admission.online/ndc/) এবং নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে (www.notredamecollege_dhaka.com) ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
বাংলা ও ইংরেজি দুই মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ-৫, ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪ এবং মানবিক বিভাগে জিপিএ-৩ দশমিক ৫ থাকতে হবে।
চলতি বছর কলেজটিতে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে ২৬০ টাকা।