কিছু অর্জন করলেই বলা হয় পতিতা: প্রভা
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার
শোবিজের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি।
নিয়মিত সেখানে লাস্যময়ী ভঙ্গিমায় ছবি পোস্ট করার পাশাপাশি কাজের আপডেট দিয়ে থাকেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। পাশাপাশি সব বিষয়ে নারীকে দোষারোপ না করে তাদের প্রতি সম্মান জানানোর কথা উল্লেখ করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।
প্রভা তার লেখার শুরুতে বলেন—‘কোনো নারীর বিবাহবিচ্ছেদ হলে বলা হয় সে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়। ছেলে সন্তান জন্ম না নিলে বলা হয়, ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই। আবার কোনো নারী ধনী এবং স্বাধীন প্রিয় হলে তাকে পতিতা বলা হয়। সন্তান খারাপ হলেও সব দোষ মায়ের। কারণ মা-ই তার সন্তানকে নষ্ট করেছে।’
নারীদের সম্মান করার আহ্বান জানিয়ে প্রভা লিখেন, ‘কোনো মেয়ে যদি খেলাধুলা করতে চায় তাহলে বলে—তুমি মেয়ে, তোমার জন্য এটা খুবই কঠিন এবং এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না। কোনো নারী যদি পুনরায় বিয়ে করেন, তাহলে বলা হয় সে তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেনি। স্বামী প্রতারণা করলেও বলা হয়, সব দোষ নারীর। কারণ সেই তাকে এমন বানিয়েছে। আর নারীরা এসব পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকে। এই পৃথিবীতে একজন নারী হওয়া সত্যিই সহজ নয়; আসুন সবাই নারীদের সম্মান করি।’
চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবি—‘তারা খুব ভালো বন্ধু।’
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের একটি ঘটনার জেরে চরম বিদ্বেষ ও সমালোচনার শিকার হয়েছিলেন প্রভা। সুতরাং এসব মানসিক নির্যাতন খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারেন তিনি। এমন নির্যাতনের শিকার হয়ে অনেকে ছিটকে পড়েন জীবনের গতিপথ থেকে। তবে প্রভা থেমে যাননি। নিজেকে শক্ত করে ঘুরে দাঁড়িয়েছেন।
এখনো নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রভা। কিছুদিন আগে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এছাড়া ব্যক্তিগত জীবনকেও গুছিয়ে নিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।