সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে শাহেদা আক্তার রিপা, ইতি, আফ্রিদা ও আকলিমা খাতুন একটি করে গোল করেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত ম্যাচের প্রায় পুরোটা সয়মই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। খেলার ৪৬ সেকেন্ডেই এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক শামসুন্নাহারের কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন আফ্রিদা।
নিজেদের ভুলে প্রথম গোল খায় বাংলাদেশ। বক্সের সামনে ডিফেন্ডারদের ভুল বল পেয়ে গোল করেন নেপালের ফরোয়ার্ড।
কিন্তু ৩৩ ও ৩৫ মিনিটে পরপর দুটি গোল করে নেপালকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশের মেয়েরা। ৩৩ মিনিটে আকলিমা খাতুন নেপালের জালে বল পাঠান। দুই মিনিট পর ইতির জোরালো শট বাঁক খেয়ে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে। বিরতির আগে নেপালের গোলরক্ষকের ভুলে স্কোরলাইন বাড়ায় বাংলাদেশ। বক্সের মধ্যে বল গ্রিপে নিতে পারেননি নেপালী গোলরক্ষক। শাহেদা আক্তার রিপা গোল করে দল ৪-১ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির পর বাংলাদেশ আক্রমণ অব্যাহত রেখেও আর ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে নেপালের আমিশা গোল করে পরাজয়ের ব্যবধানটা কমিয়েছে মাত্র।
বাংলাদেশের এটা প্রথম জয় হলেও নেপালের টানা দ্বিতীয় হার। আগামী ১৯ মার্চ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।