অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আত্মহত্যার চেষ্টা করলেই হলে সিট বাতিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, রাবি

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৩ মার্চ ২০২২ রোববার   আপডেট: ০১:৪৮ পিএম, ১৩ মার্চ ২০২২ রোববার

কোনোভাবে আত্মহত্যার চেষ্টা করলেই হলের সিট হারাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের আবাসিক ছাত্রীরা। শনিবার (১২ মার্চ) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে অবস্থানরত সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।’

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় বলেন, আমরা মেয়েদের সচেতন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের বিশেষ কোনো কারণ নেই। এছাড়া কেউ ঘুমের ওষুধ রাখলে ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।