পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন: রসকসমস বস
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার
দিমিত্রি রগোজিন
রাশিয়ার বিরুদ্ধে দেওয়া পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ফলস্বরূপ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ভেঙে পড়তে পারে বলে সতর্কবার্তা জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থার প্রধান।
শনিবার (১২ মার্চ) রসকসমস-এর প্রধান দিমিত্রি রগোজিন এ আশঙ্কা জানিয়ে শাস্তিমূলক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান করেন।
রগোজিন বলেন, আইএসএস-এ অবস্থিত রাশিয়ান মহাকাশযান পুরো স্টেশনটির কক্ষপথ ঠিক রাখতে কাজ করে।
নিষেধাজ্ঞার ফলে এর কাজে বিঘ্ন ঘটতে পারে। যার ফলে কক্ষপথে গণ্ডগোলের কারণে ৫০০ টন ভারী এ মহাকাশ গবেষণাগারটি পৃথিবীপৃষ্ঠে বা সমুদ্রে ভেঙে পড়তে পারে।
সূত্র: এনডিটিভি