অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনায় মৃত্যু নেই, আক্রান্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৫৭ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার  

চট্টগ্রামের ১৫ উপজেলায় করোনায় নতুন কেউ আক্রান্ত হয়নি। তবে শহরে ৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে দেয়া সর্বশেষ প্রতিবেদনের্  এসব তথ্য গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর আটটি ল্যাবে শুক্রবার  শুক্রবার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩ জনই মহানগরীর বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৫৮৪ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৬০ জন ও গ্রামের ৩৪ হাজার ৫২৪ জন। শুক্রবার করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন। 

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে শুক্রবার সবচেয়ে বেশি ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ২ জন পজিটিভ পাওয়া যায়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬ জনের নমুনার মধ্যে একজনও শনাক্ত হয়নি।