নিজে থেকেই যোগবিয়োগের মতো মৌলিক গণিত শিখতে পারে বাচ্চারা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার
এমনিতে বিশ্বাস করা হয়, বাচ্চারা জীবনের কোনো একটা পর্যায়ে যোগবিয়োগের মতো মৌলিক অঙ্ক করতে শেখে।
বিশেষত স্কুল থেকে তাদের গণিত শেখার যাত্রা শুরু হয় বলে মনে করা হয়।
তবে আদতেই কি তা-ই? গবেষণা বলছে, বাচ্চারা জন্ম থেকেই এমন গুণ নিয়ে আসে যে এসব মৌলিক গণিত তারা নিজে নিজেই আয়ত্ত্ব করতে পারে।
অ্যাপ্রোক্সিমেট নাম্বার সিস্টেম (এএনএস) তত্ত্ব অনুযায়ী, মানুষ ও এইপ নিজে থেকেই বস্তুর তুলনা করার ক্ষমতা রাখে। এর জন্য তাদের কোনো সাইন বা প্রতীকের প্রয়োজন হয় না।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদল ৬ থেকে ৯ বছরের বাচ্চা, ও উচ্চ বিদ্যালয় পড়ুয়াদের ওপর একটি গবেষনা করেন। তাদেরকে প্রতীক ব্যবহার করে ও প্রতীক ছাড়া অঙ্ক করতে দেওয়া হয়।
দেখা যায়, বাচ্চারা ওই অঙ্কগুলো খুব ভালোভাবেই করতে পেরেছে। এমনকি যেসব বাচ্চা আনুষ্ঠানিক পড়ালেখা শুরু করেনি, তারাও প্রতীক ব্যবহার করে অঙ্ক কষতে পেরেছিল।
সূত্র: গিলমোর হেলথ নিউজ