বিশ্বের সবচেয়ে লম্বা গাড়িতে আছে হেলিকপ্টার নামানোর ব্যবস্থাও
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
বিশ্বের সবচেয়ে বড় গাড়ির দৈর্ঘ্য কত জানেন? ১০০ ফুটের ওপরে।
কিন্তু তার চেয়ে বড় কথা হলো, ওই গাড়িতে আছে হট টাব, সুইমিং পুল, মিনি গলফ কোর্স, ও একটি হেলিপ্যাড!
গত ১ মার্চ বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ির পূর্ববর্তী রেকর্ড ভাঙে দ্য আমেরিকান ড্রিম নামক এই গাড়িটি। মিয়ামি'র মাইকেল ডেজের গাড়িটিকে মেরামত করে নতুনের মতো করে তোলেন।
এ গাড়িটির চাকার সংখ্যা ২৬টি, আর চড়তে পারেন ৭৫ জনের মতো যাত্রী।
নিউ জার্সির একটি ওয়্যারহাউজে দ্য আমেরিকান ড্রিম পড়ে ছিল। সেটিকে ই-বে থেকে কিনে নেন ডেজের। এরপর তিনি ও তার দল দুই বছর ধরে মেরামত করেন।
মূল গাড়িটি ৬০ ফুট দীর্ঘ ছিল। ডেজের ও তার দল এটির দৈর্ঘ্য বাড়িয়ে ১০০ ফুটের মতো করেন।
এত সুবিধা থাকা সত্ত্বেও গাড়িটির একটি অসুবিধা রয়েছে কিন্তু। লম্বা হওয়ার কারণে রাস্তায় মোড় ঘুরানোর সময় ভীষণ বিপাকে পড়েন এর চালক।
সূত্র: ম্যাশেবল