চেলসি’র মালিক রোমান আব্রামোভিচের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফুটবল ক্লাব চেলসি'র মালিক রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
রাশিয়ার সাতজন অলিগার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। তাদের মধ্যে একজন হলেন আব্রামোভিচ।
এই নিষেধাজ্ঞার ফলে এখন তার সম্পদ জব্দ করা হবে। একই সাথে তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যারা (রাশিয়ার) আক্রমণ সমর্থন করেছে, তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।
এর আগে চেলসি বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ। কিন্তু এই ফুটবল ক্লাবটি তার সম্পদের অংশ, তাই আপাতত আর ক্লাব বিক্রি করতে পারছেন না তিনি।
চেলসি ক্লাব বর্তমানে আর কোনো খেলার টিকেট বিক্রি করতে পারবে না। তবে যেসব দর্শক আগে টিকেট কেটেছেন, তারা খেলা দেখতে পারবেন।
বিশেষ ব্যবস্থায় ক্লাবের সবগুলো খেলা অনুষ্ঠান, ও কর্মকর্তাদের বেতন দেওয়া হবে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।
৫৫ বছর বয়সী আব্রামোভিচের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। তবে তা অস্বীকার করেছেন এ অলিগার্ক।
সূত্র: বিবিসি