পৃথিবীর সবচেয়ে শীতল শহর কোনটি?
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার
পৃথিবীর সবচেয়ে শীতল শহরটি রাশিয়ায় অবস্থিত। এটি সাইবেরিয়ার শহর ইয়াকুটস্ক।
এ শহরের জনসংখ্যাও খুবই কম, কেবল তিন লাখ ৩৬ হাজার ২০০ জন। তাদের অনেকে কাজ করেন আলরোসা নামক এটি হীরার খনি কোম্পানিতে।
ইয়াকুটস্ক-এর তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৭৬ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত নেমে যায়। তবে কোনো কোনো নাগরিক দাবি করেন, তারা আরও অনেক বেশি শীতলতর দিন অনুভব করেছেন।
কিন্তু থার্মোমিটারের পারদ কেবল মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে, তাই তাদের পক্ষে এর বেশি তাপমাত্রা রেকর্ড করা সম্ভব হয়নি।
তবে রাশিয়ার আরও অনেক জায়গা আছে যেগুলোতে তাপমাত্রা আরও অনেক কমে যায়। ওইমিয়াকন নামক স্থানে কেবল ৫০০-এর মতো মানুষ বাস করে। ১৯২৪ সালে এই এলাকার তাপমাত্রা মাইনাস ৭১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
তবে ইয়াকুটস্ক ও ওইমিয়াকন, এই দুই স্থানের দূরত্ব কিন্তু খুব কম নয়। এরা প্রায় হাজার কিলোমিটার (৯২৮ কিমি) দূরে অবস্থিত একে অপরের কাছ থেকে।
সূত্র: লাইভ সায়েন্স