অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যশ রাজ ফিল্মস-এর সুবর্ণজয়ন্তী: প্রত্যাশিত কয়েকটি আসন্ন সিনেমা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১১:০৫ এএম, ৬ মার্চ ২০২২ রোববার  

বলিউডের অন্যতম সফল ও দর্শকনন্দিত প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস তথা ওয়াইআরএফ। ২০২০ সালে এটির ৫০ বছর পূর্ণ হয়।

সেই অর্জন জমজমাট করে পালনের উদ্দেশ্যও ছিল তাদের, কিন্তু করোনাভাইরাসের কারণে তা থেমে যায়।

এখন ২০২২ সালে এসে অবশেষে ৫০ বছর উপলক্ষে দর্শকদের এ বছর দারুণ সব সিনেমা উপহার দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলুন জেনে নেওয়া যাক ওয়াইআরএফ-এর ব্যানারে আসন্ন কয়েকটি সিনেমার কথা।

জয়েশভাই জোর্দার
মনীশ শর্মা প্রযোজিত এ সিনেমাটিতে অভিনয় করবেন রণবীর সিং। এতে মূল চরিত্র জয়েশভাই হিসেবে দেখা যাবে তাকে। আগামী ১৩ মে মুক্তি পাবে দিব্যং ঠাক্কারের পরিচালিত সিনেমাটি।

পৃথ্বীরাজ
অক্ষয় কুমারের প্রত্যাশিত সিনেমা পৃথ্বীরাজ। ৩ জুন পৃথ্বীরাজের সাথে হলে মোলাকাত হবে দর্শকদের। এর অন্যান্য চরিত্রে আছেন মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, ও সনু সুদ।

শমসেরা
এ সিনেমায় দেখা যাবে রণবীর কাপুর, বাণী কাপুর, ও সঞ্জয় দত্তকে। ২২ জুলাই হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে শমসেরা।

পাঠান
শাহরুখ খানের ভক্তরা অধীর আগ্রহে বসে আছেন এ সিনেমাটির জন্য। হ্যাপি নিউ ইয়ার-এর পর এ সিনেমায় আবারও শাহরুখ, দীপিকার জুটি দেখতে পাবেন ভক্তরা।

সিদ্ধার্থ আনন্দ'র পরিচালিত এ সিনেমায় আরও আছেন জন আব্রাহাম। আগামী ২০২৩ সালের ২৫ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টাইগার ৩
সালমান-ক্যাটরিনা আবারও ফিরে আসছেন টাইগার সিরিজের ফিল্ম নিয়ে। ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে মনীশ শর্মা পরিচালিত এ সিনেমাটি।

সূত্র: বলিউড হাঙ্গামা