হার্ভার্ডে ৪০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে যাবে, বাকিরা বাড়িতে
প্রকাশিত: ১১:৩৩ এএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার আপডেট: ০৮:২৩ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাড পর্যায়ের ৪০ শতাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসে যাওয়ার সুযোগ রাখবে। বাকি ৬০ শতাংশ রিমোটে থেকেই ক্লাস করবে।
কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে এই ভাইরাস ছড়াতে না পারে সে লক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঘনত্ব কমিয়ে আনাই এর উদ্দেশ্য, বলছে হার্ভার্ড কর্তৃপক্ষ।
ফল সিমেস্টার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
তবে এই বছর যারা হার্ভার্ডে নতুন ভর্তি হলো তাদের সকলেই ক্যাম্পাসে অবস্থান করবে। এর বাইরে দূরশিক্ষণে যারা অস্বস্তিতে থাকে, কিংবা চ্যালেঞ্জ বোধ করে তারাই ক্যাম্পাসে যাবে।
তবে সকল ক্লাসই হবে অনলাইনে। যারা ক্যাম্পাসে যাবে তারাও নিজেদের ডরমেটরিতে থেকে ক্লাসে অংশ নেবে। ক্লাসরুমে সামনাসামনি বসে ক্লাস করার সুযোগ এই সিমেস্টারে পুরোপুরি বন্ধ রাখছে হার্ভার্ড।