চীনে পাওয়া গেল ৪০ হাজার বছর পুরনো প্রস্তর যুগের সংস্কৃতি
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১০:২০ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
চীনে গবেষকেরা প্রায় ৪০ হাজার বছর পুরনো প্রস্তর যুগের 'স্বতন্ত্র' ও 'উদ্ভাবনী' সংস্কৃতির কিছু উপাদান আবিষ্কার করেছেন।
উত্তর চীনে অবস্থিত নিহেওয়ান বেসিনের শিয়ামাবেই-এর প্রত্নতাত্ত্বিক স্থানে এ সংস্কৃতি'র সন্ধান পেয়েছেন গবেষকেরা।
বুধবার (২ মার্চ) এ সংক্রান্ত একটি গবেষণা ন্যাচার জার্নালে প্রকাশিত হয়েছে।
নতুন এ আবিষ্কার থেকে জানা গেছে, সেই সময় থেকেই মানুষ গিরিমাটি ব্যবহার করত। এটি মানব ইতিহাসে সর্বপ্রথম গিরিমাটি ব্যবহারের নিদর্শন।
এ আবিষ্কার থেকে পূর্ব এশিয়ায় ৪০ হাজার বছর আগে বসবাসকারী মানুষের জীবনাচরণ বিষয়ে নতুন তথ্য জানা যাবে বলে জানিয়েছে বেইজিংয়ের চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
অবশ্য এর আগে থেকেই মানুষের জানা ছিল এশিয়ার উত্তরাঞ্চলে প্রায় ৪০ হাজার বছর আগেই হোমো স্যাপিয়েন্সদের পা পড়েছিল।
কিন্তু তাদের ওই সময়কার জীবন, সাংস্কৃতিক অভিযোজন, এবং হোমো স্যাপিয়েন্সদের অন্য জাতভাই নিয়ান্ডারথাল ও ডেনিসোভানদের সাথে তাদের সম্পর্ক ইত্যাদি বিষয়ের বিস্তারিত অজানাই ছিল।
শিয়ামাবেই-এর সাইটটি খুঁড়ে বিজ্ঞানীরা যথেষ্ট সাংস্কৃতিক নিদর্শন পেলেও এটি থেকে কোনো প্রকার মানবশরীরে অবশিষ্টাংশ পাওয়া যায়নি।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট