অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারকেলে পরিশোধ স্কুল ফি!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৫:১৩ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার   আপডেট: ০৫:৩৪ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার

করোনার পর কত কিই না করতে হচ্ছে! ইন্দোনেশিয়ার একটি স্কুলের কথাই ধরা যাক। সেখানে শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, তবে ট্যুইশন ফি যারা দেবে সেই শিক্ষার্থীরাই পাবে সে খাবার।

অথচ আর্থিক দৈন্যে অনেক শিক্ষার্থীই ট্যুইশন ফি দিতে পারছে না।

এ অবস্থায় স্কুল আর কী করবে, ট্যুইশন ফি’র পরিবর্তে গাছের নারকেল, মরিঙ্গা, গোটু কোলা পাতা, শাঁক-পাতাও নিচ্ছে।

গাছের নারকেল নিচ্ছে, সময় মতো পেরে নারকেল তেল বানিয়ে বিক্রি করবে, এমনটাই ভাবছে ইন্দোনেশিয়ার বালির স্কুলটি। মরিঙ্গা বা গোটু কোলা পাতায় তৈরি হবে হারবাল সাবান।

স্কুল কর্তৃপক্ষ বলছে, সব ধরনের সতর্কতা নিয়ে তারা স্কুল শুরু করেছে। এতে দরিদ্র পরিবারের শিশুরা স্কুল থেকে শিক্ষার পাশাপাশি খাবারও পাচ্ছে।